ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত তল্লাশি চলাকালীন ফেন্সিডিল সহ মাদক কারবারীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ মন্ডল এর নেতৃত্বে এসআই মোঃ আনছারুজ্জামান ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১১ জানুয়ারী রোজ সোমবার কালীগঞ্জ থানাধীন ৮ নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজায় অস্থায়ী চেকপোস্ট হইতে পঞ্চাশ   (৫০) বোতল ফেন্সিডিলসহ চন্দ্রপুর ইউনিয়ন এর সীমান্তবর্তী খামারভাতী গ্রামের মৃত জাবদুল মোল্লার পুত্র মোঃ আব্দুল হামিদ (৩২) কে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত ফরহাদ মন্ডল বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে উক্ত মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন সীমান্তবর্তী এলাকাগুলোতে পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *