নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ‌‌১১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৫ জন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে আরো ২০ জন। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার (‌১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। নিহতদের মধ্যে একজন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

এদিকে, দুর্ঘটনা কবলিত রুপসা পরিবহনের বাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিল বলে হাইওয়ে থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *