কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। উপজেলার পালাসুতা গ্রামে শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, পালাসুতা গ্রামের এক বাড়িতে আশ্রয় নেয়া বহিরাগত তিনজনকে ডাকাত সন্দেহে সংঘবদ্ধ পিটুনি দেয় গ্রামের লোকজন। তাদের দাবি, কেওট গ্রামে ডাকাতি করতে গিয়ে ধাওয়া খেয়ে তারা ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

দারো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, শুক্রবার রাতে তিন ‘ডাকাতকে’ সংঘবদ্ধ পিটুনি দেয়া হয়েছে। পুলিশ এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে।

তিনি আরও জানান, আহত একজন চিকিৎসাধীন, যার অবস্থা আশঙ্কাজনক।