কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় পৌঁছলে প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এর পর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার ৩ যাত্রী। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. জাফর ইকবাল জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরই পালিয়ে গেছেন বাসের চালক। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *