কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় ২০ কেজি গাঁজা ও দুই বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আজ রোববার সকালে র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার সদর থানাধীন খাজানগর (বটতলী) গ্রামের গোলাম মাওলা মোল্লার ছেলে মো. রাশেদুল ইসলাম মোল্লা এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের খোরশেদ মোল্লার ছেলে মুক্তার হোসেন সুমন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ কেজি গাঁজা ও দুই বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।