তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো প্রার্থী নেই জাতীয় পার্টির (জাপা)। গত ২রা নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জাপার কেউ মনোনয়নপত্র জমা দেননি। বড়লেখায় আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি জাপারও রয়েছে ভোট ব্যাংক। তাদের এখানকার কমিটিও সক্রিয়। তারপরেও জাপার কেউ প্রার্থী না হওয়ায় জনমনে নানা আলোচনা, জল্পনা চলছে।

বড়লেখার ১০ ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র মিলিয়ে ৫৬ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয়ভাবে নির্বাচনে না এলেও স্বতন্ত্র মোড়কে ভোটে অংশ নিচ্ছেন বিএনপি ও জামায়াতের অনেকে। জানা গেছে, ১৯৯১ সালে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জাপা থেকে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন এবাদুর রহমান চৌধুরী। সে হিসেবে বড়লেখায় পার্টির একটি ভোট ব্যাংক রয়েছে। তারপরেও তারা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী না দেওয়ায় প্রশ্ন তৈরি হয়েছে জনমনে।

তবে উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ বলেছেন, দলে কোনো যোগ্য প্রার্থী না থাকায় এবং নির্বাচন কমিশনের ওপর আস্থা না থাকায় আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *