তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: গতকাল মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া বিজিবি ক্যাম্পের কাছে একটি ধানক্ষেতের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

রজব আলী নামের ওই লাশ উপজেলার ট্রাটিউলি (হেবাইরতল) গ্রামের গোলাব আলীর ছেলে। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রের বরাতে জানা যায়, বিকেলে বিজিবি ক্যাম্পের পাশে রজব আলীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে কুলাউড়া থানা পুলিশে খবর জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে লাশ উদ্ধার করে মৃত ওই ব্যক্তির বাড়িতে নিয়ে যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলামের সাথে রাত ৯ টার দিকে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে জানান, উপজেলার মুরইছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ধানক্ষেতের মধ্য দিয়ে রাস্তায় তার লাশ পড়েছিল। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।