তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: “জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগে পুন:বনায়ন ও অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় রোজ বৃহস্পতিবার (১০ মার্চ) সিলেট বন বিভাগের আওতাধীন কুলাউড়া রেঞ্জ কার্যালয়ের নতুন অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মীর নাহিদ আহসান, জেলা প্রশাসক মৌলভীবাজার ও মোঃ তৌফিকুল ইসলাম ডিসিএফ, বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট বন বিভাগ, সিলেট।

উক্ত অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন এ টি এম ফরহাদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া, জি,এম, আবু বকর সিদ্দিক, সহকারী বন সংরক্ষক, শ্রীমঙ্গল, মোঃ ফজলুল হক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কুলাউড়া, ফাতেহা ফেরদৌস চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কুলাউড়া, রিয়াজ উদ্দিন আহমদ, রেঞ্জ কর্মকর্তা কুলাঊড়া রেঞ্জ, জয়ন্ত ধর, ডিজিএম গাজীপুর চা বাগান এবং জনপ্রতিনিধি ও বিভিন্ন ইলেক্ট্রিনিক/প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ।