তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল সোমবার (১ আগষ্ট) গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানার ১১নং শরীফপুর ইউনিয়নের বাঘজুর এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কামাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ডাকাত কামাল মিয়া কুলাউড়া থানার বাঘজুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তাহার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় চলমান।

এর সত্যতা নিশ্চিত করতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গ্রেফতারকৃত ডাকাত কামাল মিয়াকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানা এলাকায় চুরি, ডাকাতি, মাদক সহ আইন-শৃঙ্খলা সঠিক থাকতে এমন অভিযান সব সময় পরিচালনা থাকবে বলে জানান ওসি।