তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গত ১২ জানুয়ারী রাত্রিবেলা কুলাউড়া থানাধীন হাজীপুর গ্রামের জনৈক আরমান আলী (৮০) এর গোয়াল ঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা ৪টি গরু চুরি করিয়া নিয়া যায়। উক্ত চুরির ঘটনার বিষয়ে গরুর মালিক আরমান আলী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করিলে কুলাউড়া থানা পুলিশ চোরাইকৃত গরু উদ্ধারের জন্য বিশেষ একটি দল তৈরী করে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় শনিবার (২১ জানুয়ারী) এসআই কামরুল হাসান সহ সঙ্গীয় দলের অভিযান পরিচালনা করিয়া হাজীপুর এলাকা হইতে আসামী আব্দুল হাকিম (১৯), ও মনোয়ার মিয়া ২জনকে গ্ৰেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়ার পাবই গ্ৰামের আব্দুল বারীর ছেলে আব্দুল হাকিম। একই উপজেলর দক্ষিণ পাবই গ্ৰামের সামছু মিয়া প্রকাশ ফচই মিয়ার ছেলে মনোয়ার মিয়া। আসামীদ্বয়কে গ্ৰেফতার করে তাদের দেওয়া তথ্যমতে হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানার অন্তর্গত ১১নং গজনাইনপুর ইউপিস্থ সাতাইহাল গ্রাম হইতে বাদীর চোরাই যাওয়া একটি চিত্রা রংয়ের গাভী গরু, একটি ন্যাড়া লাল রংয়ের ষাড়(ডেকা) বাছুর, একটি চিত্রা রংয়ের চাঁন কপালী গাভী(ডেকি) বাছুর ও একটি ন্যাড়া লাল রংয়ের গাভী গরুসহ মোট ৪টি গরু উদ্ধার করেন।
এ বিষয়ে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিনয় ভূষন রায় জানান, আসামীদের গ্ৰেফতারসহ গরু ৪টি উদ্ধার করা হয় এবং শনিবার (২২ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কুলাউড়ায থানা এলাকার চুরি, ডাকাতি প্রতিরোধ ও মাদক নিমূর্লের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।