অলিউর রহমান নয়ন, কু‌ড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে  এক কাঠুরের  মৃত‌্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হা‌তিয়া ইউনিয়নের কতমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাঠুরের নাম আমিন মিয়া (৪৪)। তিনি একই ইউনিয়নের অনন্তপুর মিয়াজী পাড়া গ্রামের মৃত জাবরু শে‌খের ছেলে।

এলাকাবাসী ও নিহতের প‌ারিবারিক সূত্র জানায়,  আমিন মিয়া ওই ইউনিয়নের কদমতলা গ্রামের বা‌সিন্দা সুরেশ মন্ডলের গাছ কাটতে যান। গাছ কাটার সময় একটি বড় ডাল তার মাথায় পড়ে।  এতে গাছ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত‌্যু হয়।

উলিপুর থানার ওসি ইম‌তিয়াজ ক‌বির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।