অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ নকল সীমানা পিলারসহ এক নারী প্রতারককে গ্রেফতার করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই নারীর নাম বেলী বেগম (৩৫)। তিনি উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট এলাকার নজরুল ইসলাম ওরফে চেংটু মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, বেলী বেগম তার সহযোগী আপেল মিয়াসহ অজ্ঞাত আরও চার-পাঁচজন মিলে নকল সীমানা পিলারে ম্যাগনেট জাতীয় মহামূল্যবান বস্তু আছে মর্মে বিভিন্ন সময় মানুষকে প্রলোভন দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতেন। এরই ধারাবাহিকতায় ওই পিলার দেখানো এবং বিক্রি করার প্রলোভন দিয়ে চট্রগ্রামের মিরসরাই থানার নন্দী গ্রামের আবুল খায়ের ছেলে আলী আশরাফ নয়নকে ডেকে আনেন।
শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বলদিয়া ইউনিয়নের শতিপুরি গ্রামে বেলী বেগমের বাপের বাড়িতে নিয়ে যান নয়নকে। ওই বাড়িতে নকল পিলারটি দেখানোর আনুষ্ঠানিকতা শেষ করেন তারা। পিলার দেখানোর পর নয়নের সাথে থাকা মোবাইল ফোন, নগদ ২হাজার টাকা ও কাপড়ের ব্যাগ ছিনিয়ে নেয় বেলী বেগম ও তার সহযোগীরা। এসময় আরো টাকার জন্য তারা নয়নকে মারপিট করতে থাকে। এসময় হট্রোগোলে গ্রামবাসীরা এগিয়ে আসলে সবাই পালিয়ে গেলেও নয়নকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নয়নকে উদ্ধার এবং বেলী বেগমকে আটক করে।
এ সময় নকল সীমানা পিলার, পিলার পরীক্ষার কাজে ব্যবহৃত কয়েক প্রকার ইলেকট্রনিক যন্ত্র, কয়েক প্রকার স্কসটেপ, একটি ছুরি, একটি খেলনা পিস্তল, তিনটি ব্যাগসহ প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু উপকরণ উদ্ধার করে পুলিশ। পরে বেলী বেগম ও নয়নকে থানায় আনা হয়। রাতেই নয়ন বাদী হয়ে বেলী বেগম ও আপেল মিয়াসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। পরদিন রবিবার দুপরে বেলী বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
কচাকাটা থানার ওসি গোলাম মর্তূজা ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।