অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশের অভিযানে ৬১ বোতল ভারতীয় মদসহ ৩ চোরাকারবারি আটক হয়েছে। আটককৃতরা হলেন, ইয়াকুব আলী (২৩) পিতা সিদ্দিক মিয়া, মোহাম্মদ শাহিন আলম (১৯) পিতা আব্দুস সালাম, মোহাম্মদ রফিক মিয়া (২৫) পিতা কুরপান আলী। তারা সকলেই জেলার রাজিবপুর থানার দক্ষিণ মরিচাকান্দি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সোমবার ভোর ৫ টার দিকে রৌমারী থানার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারস্থ জনৈক বাদশা মিয়ার পান দোকানের সামনে চৌরাস্তা মোড়ে রৌমারী হতে রাজিবপুর গামী পাকা রাস্তার উপর যানবাহন তল্লাশী করে রৌমারী থানা পুলিশ।
এ সময় রৌমারী থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে সংকেত দেওয়ামাত্র ৪ ব্যক্তি অটোরিকশা হতে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ৩ জনকে আটক করলেও দক্ষিণ মরিচাকান্দি গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২০) পালিয়ে যায়। পরে অটোরিকশা হতে ৬১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধারপুর্বক অটোরিকশাটি জব্দ করা হয়।
রাজিবপুর থানার ওসি জানান, আটককৃতরা সহ পলাতক আসামীর বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ২৪ (খ)/ ৪১ ধারায় মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।