অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে উলিপুর উপজেলায় ৫০০ পিস ইয়াবা সহ এক মাদক সম্রাট এবং নাগেশ্বরী উপজেলায় ৫০ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার হয়েছে।

২১ নভেম্বর সোমবার বিকালে  উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম  উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের উত্তর বালা ডোবা নামক স্থানে ( মোল্লারহাট টু কালিগঞ্জগামী) কাঁচা রাস্তার উপর থেকে ৫০০  পিস ইয়াবা ট্যাবলেট সহ উলিপুরের উত্তর বালাডোবা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ ছমের আলী (৪২) কে হাতেনাতে গ্রেফতার করে।

অন্যদিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল ২২ নভেম্বর মঙ্গলবার সকালে নাগেশ্বরী পৌরসভাস্থ মালভাঙ্গা এলাকায় ভুরুঙ্গামারী-নাগেশ্বরী সড়কের মাল ভাঙ্গা ব্রিজের উপর থেকে রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানার  রবাটসনগঞ্জ এলাকার আক্তারী বেগম মুন্নী (৪৫) এর শরীরে ১০ বোতল আনছারী মোড় এলাকার রাবেয়া বেগম (৬০) এর শরীরে ১৮ বোতল,  রওশন আরা (৪০) এর শরীরে ১৫ বোতল, বাবুপাড়া রেলগেট এলাকার মর্জিনা বেগম (৩০) এর শরীরে ০৭ বোতল ফেন্সিডিল সহ  সর্বমোট ৫০ বোতল ফেন্সিডিল  শরীরে বিশেষ কায়দায় বাধা  অবস্থায় তাদের গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন জানান, গ্রেফতারকৃত আসামী ছমের আলী দীর্ঘদিন ধরে উলিপুরের বেগমগঞ্জ এলাকায়  মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। অন্যদিকে রংপুর মেট্রোপলিটন এলাকার কুখ্যাত ওই ৪ মাদক সম্রাজ্ঞী বিশেষ কায়দায় শরীরে ফিটিং করে ফেন্সিডিল পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এবং নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।