অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রাম জেলা শহরের এক‌টি কু‌রিয়ার সা‌র্ভিসের অ‌ফিসে বু‌কিং করতে আসা কার্টুন থেকে পুলিশ ১৪৯ বোতল ফে‌ন্সি‌ডিল ও বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ করেছে। গতকাল ১৬ এ‌প্রিল শনিবার সন্ধ্যায় শহরের কলেজ মোড়ের “সদাগর এক্স‌প্রেস লি‌মিটেড” নামক কু‌রিয়ার সা‌র্ভিসের অ‌ফিস থেকে এসব মালামাল জব্দ ক‌রে পু‌লিশ।

কুড়িগ্রামের  অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) জিয়াউর রহমান এ তথ্য নি‌শ্চিত করেছেন।

ওই কু‌রিয়ার সা‌র্ভিসের কু‌ড়িগ্রাম অ‌ফিসের ম্যানেজার র‌বিউল ইসলাম জানান, শ‌নিবার সন্ধ্যার পর অপরিচিত এক ব্যক্তি সাদা প‌লিথিনে মোড়ানো এক‌টি কার্টুন নিয়ে এসে তা বু‌কিং করতে চান। কার্টুনের ভেতর কি মালামাল আছে  তা খুলে দেখতে চাইলে ওই ব্যক্তি ফোনে কথা বলতে বলতে কৌশলে সটকে পড়েন। কিছুক্ষন অপেক্ষা করার পর কার্টুন খুলে ভেতরে ফে‌ন্সি‌ডিলসহ প্রসাধন সামগ্রী দেখতে পেয়ে প্রধান কার্যালয় সহ স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পরে পু‌লিশ এসে ফেনসিডিল সহ প্রসাধনী গুলো জব্দ করে।

পু‌লিশ জানায়, জব্দকৃত মালামালের মধ্যে ১৪৯ বোতল ফে‌ন্সি‌ডিল, ৩ শতা‌ধিক খা‌লি মোড়কসহ ৮৭ পিছ স্কিন সাইন নামের ভারতীয় প্রসাধনী এবং ৩ পিছ গোদরেজ বে‌বি সাবান রয়েছে। যার আনুমা‌নিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

এ প্রসঙ্গে অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান ব‌লেন, তাৎক্ষ‌ণিকভাবে কার্টুনের মালিককে সনাক্ত করা সম্ভব হয়‌নি। তবে এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসা‌মি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই‌নে মামলা দায়ের  করা হবে।