অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে দুই মাথা বিশিষ্ট এক কন্যা সন্তানের জন্ম হয়েছে । কুড়িগ্রাম সদরের মোগলবাসা ব্যাপারি পাড়ার বাসিন্দা সেকেন্দার-আফরোজা দম্পতির কোলে জন্ম নেয় এই নবজাতক কন্যা শিশুটি।

জানা যায়, কুড়িগ্রামের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করে মুদি দোকানি সেকেন্দার আলী জানতে পারেন তার স্ত্রীর গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি সন্তান রয়েছে । পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত শনিবার সন্ধ্যায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । সেখানে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের জন্ম দেন আফরোজা (২২)। নবজাতক ও প্রসূতি  সুস্থ রয়েছেন।

ওই এলাকার ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও স্থানীয় জাহিদ হাসান জানান, শুনেছি মুদি দোকানি  সেকেন্দার আলীর স্ত্রী রংপুর মেডিকেলে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।  সন্তান ও সন্তানের মা সুস্থ রয়েছে । এটাই তাদের এটাই প্রথম সন্তান।

দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম সম্পর্কে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আল আমিন মাসুদ বলেন, এ ঘটনাটিকে কনজয়েনটুইন বলা হয়। কেননা মায়ের গর্ভে ভ্রূন অনেক সময় বৃদ্ধি হওয়ার কারনে আলাদা হতে পারে না, একটি আরেকটির সাথে যুক্ত হয়ে দেহ এক মাথা দুইটি হয়। কুড়িগ্রামে এরকম ঘটনা প্রথম, তবে দেশে এ ধরনের বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠলেও পরবর্তীতে বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রপাচারের প্রয়োজন হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *