অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে তিস্তা নদীতে নি‌খোঁজের ২ দিন পর কৃষ‌ক বদিউজ্জামানের (৫৫) মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল শ‌নিবার সকালে ‌থেতরাই ইউনিয়নের চর জুয়ান সতরা এলাকা থেকে এক কিলোমিটার দুরে তিস্তা নদী‌তে মাছ ধরার সময় জে‌লেরা এক‌টি মৃতদেহ দেখ‌তে পান। খবর পেয়ে তার স্বজনরা ব‌দিউজ্জামা‌নের মৃতদেহ শনাক্ত ক‌রেন। প‌রে সকাল সাড়ে ১০টার দি‌কে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তার লাশ দাফন করা হয়।

নিহত কৃষক উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের নগর পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

উল্লেখ্য, গত বুধবার দুপু‌র আড়াইটার‌ দি‌কে চর জুয়ান সতরা থে‌কে গরুর জন্য ঘাস নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে তিস্তা নদীর তীব্র স্রো‌তে ডু‌বে যান কৃষক ব‌দিউজ্জামান। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভি‌সের ডুবুরি দল অভিযান চা‌লালেও তার সন্ধান মেলেনি। অবশেষে নি‌খোঁজের ২ দিন পর ঘটনাস্থল থে‌কে প্রায় এক কি‌লো‌মিটার ভা‌টিতে তার মৃতদেহ ভে‌সে ওঠে।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *