অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : কু‌ড়িগ্রাম শহ‌রের ত্রিমোহনী বাজা‌রের পাশে বালুবাহী ট্রাক্টর চাপায় এক স্কুলশিক্ষক নিহত হ‌য়ে‌ছেন। নিহত ওই স্কুলশিক্ষ‌কের নাম আব্দুর রহমান রাজু (৪৮)। তি‌নি জেলার উলিপুর উপজেলার ধরণীবা‌ড়ী ইউনিয়নের মধুপুর আকন্দপাড়া গ্রা‌মের মজাহার আলীর ছে‌লে এবং একই উপজেলার ধামশ্রেনী ইন্দিরাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পু‌লিশ জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজু মোটরসাইকেলে করে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক ধ‌রে কুড়িগ্রাম শহরে প্রবেশ করছিলেন।শহরের ত্রিমোহনী বাজা‌র এলাকায় পৌঁছিলে অন্য মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সড়‌কে পড়ে যান রাজু। একই সময় শহর থেকে ত্রিমোহনীমুখী এক‌টি বালুবাহী ট্রাক্টর তা‌কে চাপা দিলে ঘটনাস্থলেই রাজু মারা যান। প‌রে স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার ক‌রে।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।