স্পোর্টস ডেস্কঃ অবশেষে এক বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। আর ক্রিকেটে ফিরে নিজের সেরাটাই দিলেন সাকিব। করলেন দুর্দান্ত পারফর্মেন্স।

এদিকে শুধু সাকিব নয়, বাংলাদেশ ক্রিকেটও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে প্রায় ১০ মাস পর। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে সাকিব নিয়েছেন ৭.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট।

এছাড়া অভিষেকে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ, নিয়েছেন ৬ ওভারে ২৮ রানে ৩ উইকেট। মুস্তাফিজ নিয়েছেন ৬ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট।

এতদিন পর খেলতে নেমেও এমন দুর্দান্ত পারফর্ম নিয়ে সাকিব জানান, ‘আমি শুধু সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছি এবং সেটার ফলও পেয়েছি।’

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *