মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপু‌রের রায়পু‌রে খাল থে‌কে নুরনাহার (৫০) না‌মে এক ম‌হিলার লাশ উদ্ধার ক‌রে‌ছে রায়পুর থানা পু‌লিশ। সোমবার (৩১ অ‌ক্টোবর) আনুমা‌নিক বি‌কেল ৩ টায় রায়পুর উপজ‌লার ৭ নং বামনী ইউ‌নিয়‌নের ৯ নং ওয়ার্ডস্থ ইয়া‌ছিন হাজীর পুল সংলগ্ন খালে  স্থানীয়রা অজ্ঞাত লাশ ভাস‌তে দে‌খে রায়পুর থানা পু‌লিশ‌কে জানায়। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে এসে উক্ত খাল থে‌কে ভাসমান লাশ উদ্ধার ক‌রে।

স্থানীয় সূ‌ত্রে জানা যায় খাল থে‌কে উদ্ধা‌রকৃত ম‌হিলার লাশ‌টি উত্তর সাগরদী গ্রা‌মের ইয়া‌ছিন হা‌জিবা‌ড়ির মৃতঃ আবদুল মান্না‌নের স্ত্রী এবং তি‌নি মান‌ষিক ভারসাম্যহীন ছি‌লেন।

প্রায় ২৮ বছর পূ‌র্বে নুরনাহা‌রের স্বামী মারা যান,  না‌ছির উদ্দিন না‌মে তা‌দের এক সন্তান র‌য়ে‌ছে ব‌লে স্থানীয় সূ‌ত্রে জানা যায়। নিহ‌তের সন্তান না‌ছির কর্মসূ‌ত্রে চট্রগ্রা‌মে বসবাস ক‌রেন। তার মা‌য়ের মৃত্যুর সংবাদ শুনে বা‌ড়িতে ছু‌টে আ‌সেন।