লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপুরের রায়পু‌রে খেল‌তে গি‌য়ে রাস্তার পা‌শে খা‌লে প‌ড়ে পা‌নি‌তে ডু‌বে  আয়েশা ইসলাম রাফিজা(৩) না‌মে এক‌ শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে গত সোমবার (১৮ সে‌প্টেম্বর) রায়পুর উপ‌জেলা‌ধিন ৩ নং চর‌মোহনা ইউ‌নিয়‌নের ৮ নং ওয়া‌র্ডে।

‌নিহত শিশু আয়েশা ইসলাম রাফিজা চর মোহনা ইউ‌নিয়‌ন ৮ নং ওয়া‌র্ডের ফরায়েজী বাড়ির মোঃ সুম‌নের ছোট মে‌য়ে।

জানা যায়, র‌বিবার (১৮ সেপ্টেম্বর) আনুমা‌নিক বি‌কেল ০৫ টায় রা‌ফিজা‌কে তার প‌রিবা‌রের লোকজন বা‌ড়ির আ‌শেপা‌শে অ‌নেক খোঁজা খুঁজি ক‌রে ও পায়‌নি। সোমবার সকা‌লে প্র‌তি‌বে‌শি সে‌লিম (৬৫) বা‌ড়ির পা‌শে খা‌লে শিশু‌টির লাশ ভাস‌তে দে‌খে তার প‌রিবা‌রের লোক‌দের খবর দি‌লে তারা এ‌সে মৃত অবস্থায় রা‌ফিজা‌কে উদ্ধার ক‌রে বা‌ড়ি নি‌য়ে যায়। রা‌ফিজার মৃত্যু‌তে প‌রিবা‌রের লোক‌দের মা‌ঝে শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে।