আরাফাত আহমেদ রনি, নিজেস্ব প্রতিবেদক গণপরিবহন গুলোতে সিমীত আসন সংখ্যার চেয়েও বেশি যাত্রী নিয়েও নেয়া হচ্ছে দাড়িয়ে যাত্রী। সরকার বর্ধীথ ৬০% বেশি ভাড়া নেয়ার কথা থাকলেও নেয়া হচ্ছে দুই গুন বেশি ভাড়া। সড়কে গণপরিবহনের এতো অনিয়ম দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনির থেকে নিতে দেখা যায় নি কোন পদক্ষেপ।
সড়ক গুলো ঘুরে দেখা যায় ট্রাফিক পুলিশের অগোচরে এইসব অনিয়ম হচ্ছে না। উল্টো ট্রাফিক পুলিশের সামনেই নেয়া হচ্ছে আসন সংখ্যার চেয়েও অতিরিক্ত যাত্রী।
এমতবস্থায় যাত্রীদের সাথে কথা বললে তারা বলেন, আমরা প্রতিবাদ করলে এইসব বিষয়ে উল্টো বাসের কর্মচারীরা আমাদের উপর চড়াও হয়। পাশাপাশি কিছু কিছু যাত্রীদেরও দোষ আছে। তারা বাস ভর্তি দেখলেও তারা বাসে ধাক্কাধাক্কি করে চড়ে বসে। অনেকের মাস্কও পরতে দেখা যায় না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *