রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ আসনে প্রতিটি হাটবাজার এমনকি গ্রামগঞ্জে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন আ,লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ শফিউল আলম ৷ যেখানেই তিনি প্রচারনায় যাচ্ছেন সেখানেই সব বয়সের ভোটারের ব্যাপক সাড়া পাচ্ছেন।

বিশেষ করে তিনি নবীন ভোটারদের মধ্যে বেশি সাড়া জাগাতে পেরেছেন। তাই রৌমারী, রাজীবপুর ও  চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়ন ও নয়ারহাট ইউনিয়ন এবং উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন ভোটারদের কাছে অন্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় শফিউল আলম।

ভোটাররা বলছেন, শফিউল আলম যেহেতু সৎ, মেধাবী, কর্মীবান্ধব এবং ছাত্র রাজনীতি থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এসেছেন তাই তাকে মনোনয়ন দিলে আগামী সংসদ নির্বাচনে কুড়িগ্রাম -৪ আসনটিতে আওয়ামী লীগ নিশ্চিত জয় পাবে। একই সঙ্গে  কুড়িগ্রাম-৪ আসনের প্রতিটি উপজেলায় উন্নয়নও হবে ব্যাপক।

শফিউল আলম বলেন, দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি আসনটি নেত্রীকে উপহার দিতে পারব।