বিনোদন ডেস্ক /S.H:
ভারতে চলমান করোনা মহামারিতে মুখ থুবড়ে পড়েছে বিটাউন। বিশেষ করে সেই তালিকায় রয়েছে জুনিয়র আর্টিস্টরা। এবার তাদের পাশে দাঁড়ালেন বলিউডের খিলাড়ী অক্ষয় কুমার।
বলিউড যখন করোনা মহামারি পরিস্থিতিতে, তখন সব কিছুকে পিছনে ফেলে অভিনেতা -অভিনেত্রী অনেকেই মালদ্বীপে চলে যায় অবসর সময় কাঁটাতে। কঠিন এই মূহুর্তে আমোদ-প্রমোদে ব্যস্ত ছিলেন আলিয়া -রণবীর, টাইগার শ্রফ-দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর, জাহ্নবি কাপুর, সারা আলী খানের মত তারকারা। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন ঘুরাঘুরি ছবিও। তাতে নেটিজেনদের কম সমালোচনার মুখে পড়েনি এই সকল তারকারা। তবে বলিউডের একাংশ শিল্পীরাও এগিয়ে এসেছে সাধারণ মানুষের পাশে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তারা প্রমান করে এই সকল মানুষের কারণে তারা সুপারস্টার। মানবতার এই দলিল নাম রয়েছে সোনু সুদ, অক্ষয় কুমার, সালমান খান, অজয় দেবগণ, সানি লিওন, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, জ্যাকলিনের মত তারকাদের। শুধু মাত্র একবার নয় বারবার তারা দাঁড়ানোর চেষ্টা করেছে গরীব-অসহায় মানুষদের পাশে। এর আগেও মাস্টার গণেশের এনজিওর পাশে দাঁড়ায় বলিউড খিলাড়ী। এবার গণেশের এনজিওর ৩৬০০ নৃত্যশিল্পীর রেশনের ব্যবস্থা করে অক্ষয়। গণেশের এনজিওতে গিয়ে নাম লেখালেই পাওয়া যাবে রেশন। করোনা মহামারিতে বন্ধু অক্ষয়ের সাহায্যে খুশি মাস্টার গণেশ, জানিয়েছে ধন্যবাদও।