অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আব্দুর রশিদ (২৮) ও একই ইউনিয়নের চন্দ্রখানা এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে সফিকুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একদল পলিশ উপজেলার আমতলা বাজার ও বাঘের বাজার এলাকায় অভিযান চালান। এ সময় মোটরসাইকেলের ট্যাংকির ভেতর থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে থানায় এনে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফজলুর রহমান গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।