বিনোদন ডেস্কঃ গ্র্যান্ড ফিনালের মাধ্যমে গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) পর্দা নেমেছে ‘বিগ বস ১৬’র আসরের। শেষ মুহূর্তের লড়াইয়ে প্রতিযোগী ছিলেন শিব ঠাকরে, প্রিয়ঙ্কা চাহার চৌধুরী ও এমসি স্ট্যান।

অবশেষে লড়াইয়ের অন্তিম পর্বে বিজয়ীর মুকুট উঠেছে এম সি স্ট্যানের মাথায়। তবে কত টাকা পুরষ্কার পেলেন তিনি সে নিয়ে আগ্রহের সীমা নেই নেটিজেনদের।

জানা গেছে, ‘বিগ বসে’র সেরা শিরোপার ট্রফি ছাড়াও প্রায় ৩১ লাখ ৮০ হাজার টাকা নগদ পুরস্কার ঘরে নিয়ে গেছেন এমসি স্ট্যান। সেই সঙ্গে একটি গাড়িও উপহার পেয়েছেন তিনি।

শুরু থেকেই মনোযোগ দিয়ে খেলেছেন হায়দরাবাদের এই র‌্যাপার। কখনও বিতর্কিত মন্তব্য করেছেন, কখনও বা আবার ঘর থেকে বেরিয়ে যেতেও চেয়েছেন তিনি। তবে শেষ হাসিটা যে তিনিই হাসবেন, সেটা হয়ত ধারণাই ছিল না এমসি স্ট্যানের।