রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি জানান, আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।বর্তমানে সেখানে পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণে আহত অন্তত ৪০ জনকে হাসপাতালে আনা হয়েছে। আরও আহত রোগী হাসপাতালে আসছেন।