আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের জেরুজালেমে ইবতিসাম কাআবান নামে নারীকে গুলি করে হত্যা করেছে দাখলদার ইসরায়েলি সেনারা। শনিবার জেরুজালেমের আল-কুদস শহরের উত্তর অংশে কালান্দিয়ার প্রবেশ পথে ২৮ বছর বয়সী ওই ফিলিস্তিনি নারীকে হত্যা করা হয়।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানা যায়, ইসরায়েলের গুলিতে ওই নারী মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল টিমগুলোকে বাধা দেয় ইসরায়েলি সেনারা। ফলে অসংখ্য মানুষের চোখের সামনে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ফিলিস্তিনি নারীর মৃত্যু হয়।

ইসরায়েলি সেনাদের দাবি, ওই নারী একটি চাকু বহন করায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

পুলিশের এক মুখপাত্র বলেছে, একই চেকপোস্টে একই রকম ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টার অভিযোগে মৃতের বোনকে ২০১৬-১৮ সালে আটক করা হয়।

উল্লেখ্য, শুক্রবারও ইসরায়েলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিমতীরের নাবলুস শহরে ১৫ বছর বয়সি এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে। সম্প্রতি অধিকৃত পশ্চিমতীরে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি জনগণকে পাখির মতো গুলি করে মারছে ইহুদিবাদী সেনারা। সুত্রঃ ওয়াশিংটন পোস্ট।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *