চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে ফের করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। এ সময়ের মধ্যে এক রোগীর মৃত্যু হয়েছে।  আর শনাক্তের হার ২১ শতাংশের বেশি।

আজ রোববার (২০ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

ডা. শেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের সাতটি ও কক্সবাজারের একটি ল্যাবে ৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৭ জন এবং বিভিন্ন উপজেলার ৬৯ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে বাঁশখালীর ৩ জন, লোহাগড়ার ১, আনোয়ারার ১, চন্দনাইশের ১, পটিয়ার ৩, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ১, ফটিকছড়ির ৩০ জন, হাটহাজারীর ৪, সীতাকুণ্ডের ১৩ ও মিরসরাইয়ের ১০ জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৯৮১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৪ হাজার ১০০ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ৮৮১ জন রয়েছেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *