চট্টগ্রাম প্রতিনিধিঃ আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার কাশেম কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, হতাহতের পরিচয় জানা যায়নি। তবে তারা একই পরিবারের বলে জানিয়েছেন।

তিনি বলেন, বিস্ফোরণে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটা দল পাঠানো হয়েছে। কী ধরনের বিস্ফোরণ, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *