চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের চারদিকে দিন দিন মাদকের উৎপাত বেড়েই চলেছে প্রশাসনের কড়া নজরদারির ভিতরেও থেমে নেই’ মাদক,কারবারিদের দৌরাত্ম। ক্রেতা-বিক্রেতা, একসাথে বসে সেবন করছে গাঁজা। এমনই দৃশ্য ধরা পড়লো সাংবাদিকের ক্যামেরায়। চট্টগ্রাম নগরীর আসকার দিঘীর পশ্চিম পাড় গাঁজা সেবনের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে একদল মাদকসেবী।

প্রতিদিন সকাল সন্ধ্যায় রামকৃষ্ণ মন্দির এর অপর পাশে আস্কার দিঘীর যে ঘাট রয়েছে সেখানে নিয়মিত সকাল সন্ধ্যা দুপুর প্রকাশ্যে গাঁজা সেবন করে চলেছে একশ্রেণীর মাদকসেবীরা।

এছাড়াও উক্ত স্থানেকে তারা গাজা বেচাকেনার নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। বিষয়টির ব্যাপারে স্থানীয় মানুষজন মুখ খুলতে সাহস পায়না। খবর নিয়ে জানা গেছে গাঁজা সেবনকারী অনেকেই ওই এলাকার কিশোর গ্যাং এর সদস্য। তাছাড়া লক্ষণীয় বিষয় হলো সেবনকারীরা প্রকাশ্যে গাঁজা সেবনের দৃশ্যটি, আশেপাশের অনেকেই দেখেছেন। তারা প্রতিবাদ করছেন না। কিংবা সেবনকারীরা ও আশেপাশের মানুষকে কোন ধরনের তোয়াক্কা না করে করে নিজেরা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করে চলেছে।

এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় জনসাধারণ! স্থানীয় জনসাধারণ এ ব্যাপারে আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপও আশা করছেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *