আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের প্রথম তিন মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ বাংলাদেশি নিহত হয়েছেন। জানুয়ারিতে একজন, ফেব্রুয়ারিতে তিনজন এবং চলতি মাসেই ১৩ জন।

মধ্যপ্রাচ্যের এ দেশটিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহতের ঘটনা নতুন নয়। প্রতিনিয়ত দেশটিতে দুর্ঘটনায় প্রাণ হারান বাংলাদেশিরা। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ বাংলাদেশি নিহত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে রাজধানী রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুলাল মিয়া নামের এক প্রবাসী নিহত হন। এ ঘটনায় আহত হন একই গাড়িতে থাকা আরও অন্তত পাঁচ জন। নিহত দুলাল মিয়ার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। 
গেল ফেব্রুয়ারিতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে দামাম শহরে গাড়ির ধাক্কায় রজব আলী নামে এক ব্যক্তি প্রাণ হারান। তার বাড়ি জামালপুরে। একই মাসে পবিত্র ওমরাহ করতে গিয়ে জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৬ জন।  
এদিকে, চলতি মাসের শুরুতে মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় আবদুল আজিজ নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হন। তার বাড়ি চট্টগ্রামে। আর ১৩ মার্চ মদিনা থেকে মক্কা যাওয়ার পথে অপর এক দুর্ঘটনায় নিহত হন দুজন। এছাড়াও গত শনিবার (২৫ মার্চ) পবিত্র ওমরাহ হজ পালন করে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

সবশেষ গত সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হন, যার মধ্যে ১০ জনই বাংলাদেশি।