চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে যেন থামছেই না সহিংসতা। কয়েকদিন পরপর হচ্ছে ধাওয়া পাল্টা সহ হত্যাকান্ডের ঘটনা। এরী মাঝে ঘটে যায় আরো একটি সংঘর্ষের ঘটনা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারনায় ফের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে নগরীর লালখানবাজার ওয়ার্ডের টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষের একাংশ

আরো জানা যায়, শনিবার বিকেলে নগরীর লালখানবাজার এলাকায় আওয়ামীলী লীঘ সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল করিমের গণসংযোগ ছিল। এতে কেন্দ্রীয় আওয়ামীলী লীগের নেতারাও উপস্থিত থাকার কথা ছিল। অতিথিগণ আসার আগেই সংঘাতে জড়িয়ে পড়েন লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল ও লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম অনুসারীরা। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ নেতা কর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের সময় ধাওয়া দেয় পুলিশ

আহতরা হলেন, মাইনুদ্দীন হানিফ, নওশাদ রহমান, জাবেদ, মরিয়ম আকতার, ঝর্না আকতার, রিনা আকতার, আরিফুর রহমান আসিফ সহ আরো ৩ জন আহতের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *