চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাকি আরো কয়েক ঘন্টা। এর আগেই নগরীর বিভিন্ন এলাকায় শুরু সংঘর্ষ। নগরীর ১৯ নং বাকলিয়া ও ১৪ নং লালখান বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা যায়, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ এর আবুল হাসনাত বেলাল ও স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আবুল ফজল মানিকের সমর্থকদের মাঝে গোলাগুলি ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।
অপরদিকে ১৯ নং বাকলিয়া মিয়াখান নগর এলাকায় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে স্থানীয় দোকানদাররা দোকানপাট বন্ধ করে সরে যায়।
শেষ খবর পাওয়া অব্দি বেশকয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। এসব এলাকায় থমথমে পরিস্থিত বিরাজ করছে