আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে আগামী ২৩ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। গতকাল মঙ্গলবার (২১ মার্চ) সৌদির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের কোথাও পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে দেশটিতে ২২ মার্চ হবে শাবান মাসের শেষ দিন। আর রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ।
মুসলিমরা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে। চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, আরবি ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিন হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই আরবি ক্যালেন্ডারের নবম এই রমজান মাস শুরু হয়।
জানা গেছে, রমজানের চাঁদ দেখা নিশ্চিত করতে বুধবারও সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।
ইসলামে প্রত্যেক সুস্থ ও সবল মুসলিমের জন্য রোজা পালন ফরজ। মুসলিমরা রমজান মাসকে আত্মিক পরিশুদ্ধির অংশ হিসেবে বিবেচনা করে। পবিত্র এই মাসেই কোরআন নাজিল হওয়া শুরু হয়।