স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে হয়ত ভুলই করে ফেলেছেন আয়ারল্যান্ডের নতুন টি-টুয়েন্টি অধিনায়ক পল স্টার্লিং। লিটন দাস ও রনি তালুকদার ব্যাটে যেভাবে চার-ছয়ের বন্যা বইছে, তাতে টস জয়ের পর দলীয় সিদ্ধান্ত কেবল আক্ষেপই বাড়াবে সফরকারীদের। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে পাওয়ার প্লে’র ৬ ওভারে এসেছে ৮১ রান। যা বাংলাদেশের সর্বোচ্চ। আগের সেরা সংগ্রহ ছিল ৭৪ রান।

লিটন ৪০ ও রনি ৩৮ রানে অপরাজিত আছেন। দুজন মিলে চার মেরেছেন সাতটি, ছক্কা হাঁকিয়েছেন পাঁচটি।