তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেছেন, ২০২৩ সালে চা উৎপাদনে লক্ষ্যমাত্রা ১০০ মিলিয়ন কেজির বেশি ধরা হয়েছে। ১০০ মিলিয়ন কেজির বেশি করতে পারলে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, ২০২২ সালের লক্ষ্যমাত্রাও ছিলো ১০০ মিলিয়ন কেজি। তবে একটু কম হয়েছে। শ্রমিকদের আন্দোলন কর্মবিরতির কারণে এমনটি হয়েছে।

চা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, ২০২৫ সালের মধ্যে দেশে ১৪০ মিলিয়ন কেজি চা উৎপাদনের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে ১৩০ মিলিয়ন কেজি চা দিয়ে দেশের চাহিদা পূরণ করা এবং বাকি ১০ মিলিয়ন কেজি চা বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। যা দেশের অর্থনীতিতে দারুণ সুফল বয়ে আনবে।

শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বিটিআরআই এ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ৫৭ তম বিটিআরআই বার্ষিক কোর্স-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চা গবেষণা ইনস্টিটিউট পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা জাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম ও সিলেট সার্কেল-এর ব্রাঞ্চ চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের প্রধান নির্বাহী (অবসরপ্রাপ্ত) বিগ্রেডিয়ার জেনারেল শহিদুল্লাহ, রুপসী বাংলা বোর্কাসের পরিচালক সৈয়দ মনীর, জেরিন চা বাগানের উপ-ব্যবস্থাপক মো. সেলিম রেজা, মাইজ ডিহিডানকান চা বাগানের সিনিয়র ব্যবস্থাপক মো. জাকারিয়া প্রমুখ।

বার্ষিক প্রশিক্ষণে অংশ নিতে আসা দেশের বিভিন্ন প্রান্তের ৩৫ জন ব্যবস্থাপক এই কোর্সে প্রশিক্ষণ নেন।