সিএনবিডি ডেস্কঃ র‍্যাব ফোর্সেস সদর দপ্তর, লিগ্যাল এন্ড মিডিয়া উইং এ কর্তব্যরত থাকাকালীন ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল ওমর ফারুক (বয়সঃ ২৮ , পিতাঃ মোঃ ইসমাইল হোসেন, জেলাঃ পাবনা) মৃত্যুবরণ করেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রক্তনালীতে টিউমার জনিত রোগে ভুগছিলেন।

র‍্যাব মহাপরিচালক এক শোকবার্তায় বলেন, দীর্ঘ ০৯ বছরের চাকুরী জীবনে উক্ত র‍্যাব সদস্য দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। করোনাকালীন সময়েও তিনি নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। র‍্যাবের বিভিন্ন আভিযানিক কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

র‍্যাব মহাপরিচালক তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *