মোঃ মোশফিকুর ইসলাম,নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে রমজান আলী(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল তিনটার দিকে চিলাহাটি রেল স্টেশন হতে পাঁচশ গজ দুরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চিলাহাটি স্টেশন হতে রাজশাহীর উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে বিকাল তিনটার দিকে। স্টেশনের পাঁচশ গজ দুরে ওই যুবক হয়তো আত্মহত্যার উদ্দেশ্যে রেল লাইনের উপর শুয়ে ছিল। ট্রেনটি তার উপর দিয়ে চলে গেলে পেট হতে দ্বিখন্ডিত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রপ্তি কর্মকর্তা(ওসি) সাকিউল আযম জানান, মরদেহ উদ্ধার ও আইনী প্রক্রিয়া সম্পন্ন করতে রেল পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।