মোঃ রাকিবুল হাসান, নীলফামারী, ডোমার প্রতিনিধি: সরকারের পদত্যাগ, বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তি, গুমের শিকার সব নাগরিককে উদ্ধার, অন্তর্বর্তীকালীন সরকারের দাবিসহ ১০ দফা দাবিতে পদযাত্রা করেছে নীলফামারী, ডোমারে চিলাহাটি বিএনপি। শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দাবিগুলো মেনে একটি পদযাত্রা বের করে।
চিলাহাটির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পদযাত্রা শেষে চিলাহাটি চৌরাস্তায় বক্তব্য রাখেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ইউপি সদস্য এবং বিএনপি নেতা আব্দুর রউফ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।