মোকাদ্দেস লিটু, ডোমার, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গত ২৮ ডিসেম্বর গৃহবধু রেনু আক্তারের খুনি পাষন্ড স্বামী গোলাম মোস্তফা বুলুর গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও তার পরিবার।

আজ মঙ্গলবার দুপুর ১২.৩০ মিনিটে চিলাহাটি সরকারী কলেজের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

গত ২৮ ডিসেম্বর ২০২২ ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ গ্রামের কারেঙ্গাতুলি এলাকার খায়রুল ইসলামের মেয়ে রেনু আক্তার (২৫) কে তার নিজ বাসায় গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তার স্বামী গোলাম মোস্তফা বুলু। এ ব্যাপারে রেনুর বাবা খায়রুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন যার নম্বর ১৪।

মামলা হওয়ার প্রায় দেড় মাস অতিবাহিত হওয়ার পরও পুলিশ আসামীকে গ্রেফতার করতে পারেনি,তারই প্রতিবাদে ও বুলুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তার বছরের কন্যা মাইশা (১১) ও পুত্র রিয়াদ (৫) , তার নানা, নানী সহ পরিবারের সদস্য ও এলাকাবাসী।

রেনুর বাবা খায়রুল ইসলাম বলেন যে, আমি গরিব মানুষ, আমি কি ন্যায় বিচার পাবো না, দেড় মাসেও আসামী গ্রেফতার হয়নি আদৌ হবে কি না জানি না। তিনি হত্যকারীকে দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশকে অনুরোধ করেন। তিনি আরো জানান যে ৭ দিনের মধ্যে গ্রেফতার না করলে আমি অনশন করবো।

রেনুর কন্যা মাইশা বলেন, আমার বাবার সাথে দাদি ও আমার ফুপু হত্যার সাথে জড়িত থাকতে পারে। তাদের কে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সব বেড়িয়ে আসবে। আমার মায়ের হত্যার বিচার চাই,আমার বাবার ফাঁসি চাই।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আমিনা সিদ্দিকা মেরী, মোঃ শরিফ বিল্লাহ, মোঃ সাফিউল ইসলাম সাফি ও রেনু বেগমের বোন মোছাঃ খাদিজা আক্তার, কন্যা মাইশা ও পুত্র রিয়াদ।