আন্তর্জাতিক ডেস্কঃ চীন ইরানকে সমর্থন করবে বলে চীনকে দুঃসময়ের বন্ধু ভেবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, চীন ‘দুঃসময়ের বন্ধু’। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চীন সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে।

সংবাদমাধ্যম জানায়, সফরের প্রথম দিনে চীনের রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বীপক্ষীয় বৈঠক করেন। এ সময়  অর্থনৈতিক, বাণিজ্যিক, বিজ্ঞান ও সাংস্কৃতিক অঙ্গনে দুদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার অভিমত প্রকাশ করেন রাইসি।

বেইজিং ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছরমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন ইব্রাহিম রাইসি। এ সময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ২৫ বছরমেয়াদি চুক্তিকে ‘নিয়ামক শক্তি’ বলে মন্তব্য করেন।

বৈঠকে রাইসি আরও বলেন,  শত্রুদের রক্তচক্ষু উপেক্ষা করে ইরান ও চীন নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে।  
ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে বিগত এক দশকেরও বেশি সময় ধরে তেহরানের সঙ্গে পশ্চিমাদের সম্পর্কের চরম অবনতি হয়েছে।
 
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আকাশে বেলুন ওড়ার ঘটনায় চীনকে দোষী করছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ইরান ও চীনের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে রাইসি চীন সফর করছেন বলে জানিয়েছেন ইরানের এই স্থানীয় সংবাদমাধ্যম।