সিএনবিডি ডেস্কঃ চীনের নতুন মহাকাশ স্টেশনে প্রথম পাঠানো হল ৩ নভোচারী। “শেনঝৌ টুয়েলভ” নামে একটি মহাকাশযানে করে তিয়ানহে মডিউলে তিন নভোচারী পাঠানো হয়। এখন পর্যন্ত এটিই চীনের সবচেয়ে দীর্ঘমেয়াদী ক্রু মিশন। চীনের ওই ৩ নভোচারী হলেন- নিয়ে হাইশেং, লিউ বোমিং এবং ট্যাঙ হঙবো।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) সকালে চীনের গানসু প্রদেশের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় মহাকাশযানটি।

তিন নভোচারী দলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ে হাইশেং। তার মূল লক্ষ্য হল পুরো দলকে নিয়ে ২২.৫ টরে তিয়ানহে মডিউলকে সচল করে তোলা। ১৬.৬ মিটার দৈর্ঘ্য এবং ৪.২ মিটার প্রস্থের তিয়ানহে সিলিন্ডারটি গত এপ্রিলে উৎক্ষেপণ করা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় ৫ বছর পর মহাকাশে আবারও নভোচারী পাঠাল চীন। গেল এপ্রিলে নতুন মহাকাশ স্টেশন তিয়ানহে মডিউলটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। ৭০ টন ওজনের তিয়ানহে মডিউলের দূরত্ব ভূপৃষ্ট থেকে ৩৮০ কিলোমিটার। এতে রয়েছে হাবলের মতো শক্তিশালী একটি টেলিস্কোপ, যা দূরের গ্রহ-নক্ষত্র ও মহাজাগতিক ঘটনাবলি পর্যবেক্ষণ করতে সক্ষম।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *