আন্তুর্জাতিক ডেস্কঃ চীনের উত্তরাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে নির্মাণাধীন হাসপাতালের ভূমিধসে ১৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনার ঘটে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে এক হাজারের বেশি ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী। ভূমিধসের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে প্রাদেশিক সরকার।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চল গুইঝৌ চীনের অনুন্নত প্রদেশ গুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তাহীনতা ও কর্মকর্তাদের অদক্ষ পরিচালনা নীতির কারণেই চীনে খনি ও নির্মাণস্থাপনা এলাকা এবং কল-কারখানায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।