অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতের  শিকার কুড়িগ্রামের রাজারহাটের বাসিন্দা হারাগাছ থানার এএসআই পেয়ারুল ইসলাম মারা গেছেন। শনিবার সকাল  সোয়া ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ২০১১ সালে বাংলাদেশ পুলিশে কনেস্টবল পদে যোগদান করেন। পরে ২০১৮ সালে এএসআই (নিঃ) পদে পদোন্নতি পান।

পেয়ারুল রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের স্কুল শিক্ষক মিন্টু মিয়ার ছেলে।

জানা গেছে, শুক্রবার গভীর রাতে এএসআই পেয়ারুল ইসলাম হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ এলাকায় পারভেজ রহমান পলাশ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেন। এ সময় পলাশ তার হাতে থাকা চাকু দিয়ে এএসআই পেয়ারুলের বাম পাঁজরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।গভীর রাতেই পেয়ারুল কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সোয়া এগারোটার দিকে তার মৃত্যু হয় বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *