বিনোদন ডেস্ক/S.H:

কলকাতার কমেডিয়ান কাঞ্চন মল্লিক বাংলার এপাড়- ওপাড় দুই জায়গাতেই বেশ জনপ্রিয়৷ এইবার এই জনপ্রিয় অভিনেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। স্ত্রী পিঙ্কির মতে সহশিল্পী শ্রীময়ী চট্ররাজের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন মল্লিক।

কাঞ্চন মল্লিক কলকাতার একজন দক্ষ অভিনেতা। তার অভিনয় পছন্দ করেন না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। এবার জনপ্রিয় এই অভিনেতা ব্যক্তি জীবন নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বেশ কিছু দিন ধরেই কলকাতার বাতাসে ঘুরে বেড়াছিল কমেডিয়ান কাঞ্চন মল্লিক প্রণয়ে মেতেছেন কলকাতার কৃষ্ণকলি খ্যাত টেলি অভিনেত্রী শ্রীময়ী সাথে। সেই বিষয়ে মুখ খুললেন কমেডিয়ান স্ত্রী। সরাসরি কিছু না বলেও পিঙ্কির মতে তার জন্য সময় নেই কাঞ্চন মল্লিকের। তিনি আরও বলেন, “দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করবে, তা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু অনুরোধ বিয়েটাকে যেন বেড়া হিসেবে ব্যবহার না করে।” এই খবর জানাজানির পর সাংবাদিক মাধ্যমকে অভিনেতা কাঞ্চন মল্লিক জানান, রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার তিনি। জানা গেছে এই দম্পতির আট বছরের একটি ছেলে রয়েছে। টলিউডে বিবাহ বিচ্ছেদের ঘটনা দিনের পর দিন বেড়েই চলছে। এবার এই দম্পতির সম্পর্ক সমীকরণ কোনদিকে মোড় নিচ্ছে তা দেখার পালা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *