রাজনীতি ডেস্কঃ জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৭ (চান্দিনা) উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক লুৎফর রেজা খোকনকে পার্টির প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকেবহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করা হয়েছে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক ধারা মোতাবেক জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি এ সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

গতকাল শুক্রবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পান কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক লুৎফর রেজা খোকন। সেই মোতাবেক গত ১৩ সেপ্টেম্বর তিনি দলীয় নেতা-কর্মী নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও রিটার্নিং অফিসার দুলাল তালুকদারের নিকট মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দুইদিন পর গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নির্বাচন থেকে সরে দাঁড়ান চান্দিনা উপজেলাসহ কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা লুৎফর রেজা খোকন। যার ফলশ্রুতিতে গতকাল শুক্রবার তাঁকে পার্টির সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য,, ৩০ জুলাই ওই আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর মৃত্যুতে আসনটি শূন্য হয়ে যায়। তাই আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *