স্পোর্টস ডেস্ক /S.H:
জীবিকার প্রয়োজনে কাঠমিস্ত্রীর কাজ করছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার বাঁহাতি স্পিনার জ্যাভিয়ের ডোহার্টি। অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ সালে বিশ্বকাপও জিতেছিল ডোহার্টি।
জ্যাভিয়ের ডোহার্টি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১০ সালে। বাঁহাতি এই স্পিনার গুরুত্ব সেই সময় ছিল অতুলনীয়। ২০১৫ সালের বিশ্ব কাপে দেশের জন্য দারুণ খেলে প্রশংসা কুড়িয়ে ছিলেন ডোহার্টি। ২০১৭ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর সংসার চালাতে হিমশিম খেতে থাকেন তিনি। তাই অবশেষে উপায় না পেয়ে কাঠমিস্ত্রির কাজ করার সিদ্ধান্ত নেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন ডোহার্টির একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় খুব মনোযোগের সাথে কাঠমিস্ত্রীর কাজ করছেন তিনি।