তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ইতিহাসে প্রথম নারী নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিলেন সোনিয়া সুলতানা। সোমবার (২১ জুন) বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
সোনিয়া সুলতানা জুড়ীতে যোগদানের পূর্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩১ তম বিসিএস ক্যাডার হিসেবে চাকুরীতে যোগদান করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক মেয়ে সন্তানের জননী। দায়িত্ব গ্রহনকালে তিনি জুড়ী উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত হওয়ায় তিনি আজ নতুন নির্বাহী কর্মকর্তা কাছে দায়িত্ব হস্তান্তর।