সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে জেলা ছাত্রলীগের কমিটি কমিটি বাতিলের দাবিতে  বুধবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগের একাংশ।

এসময় জেলা ছাত্রলীগের কমিটি বাতিল দাবিতে বিভিন্ন রকম শোল্গান দেন নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমান হোসেন, ক্রীড়া সম্পাদক রুবেল মন্ডল, যুবলীগ নেতা তাওহীদ বাসার সৈকত, শাহ আলম, গোলাম হোসেন, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম নয়ন, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক লেমন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আমিনুর রহমান, মিশরাত, মল্লিক, রায়হান, ছাব্বির রহমান শিনু, সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মবি, সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান, আবু সিহাব, দপ্তর সম্পাদক মেরাজুল হক, অর্থ বিষয়ক সম্পাদক আমিনুর, উপ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন, উপ-কৃষি বিষয়ক সম্পাদক শাহিন, গোহাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাব্বি স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জান্নাত ইসলাম, আজিজুল ইসলাম, তানভীর হোসেইন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা শাহরিয়ার সুজন, শুভ আহমেদ, উপজেলা ছাত্র লীগের সদস্য নাইম, শাওন, সাদিক, রিদয়, কাওসার, উজ্জ্বল সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এবং আল মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।তবে কমিটি ঘোষণার পর পরই পদবঞ্চিত বিভিন্ন ছাত্রলীগের নেতাকর্মী  বিক্ষোভ করে আসছে।